জয় নিতাই গৌর হরি বল । জয় নিতাই গৌর হরি বল । জয় নিতাই গৌর হরি বল । জয় নিতাই গৌর হরি বল । জয় নিতাই গৌর হরি বল । জয় নিতাই গৌর হরি বল । জয় নিতাই গৌর হরি বল ।
Categories
জীবন ও লীলা কাহিনী

শ্রী শ্রী অচুতানন্দ ব্রক্ষচারী’র (অনিল বাবাজীর) জীবন ও লীলা কাহিনী ( পর্ব -১৫)

উত্তপ্ত গরম তেলে হাত পুড়ে যাবার ঘটনা

বাবাজী ভক্ত সহ রামগতি পরম ভক্ত কামাখ্যা সাহার বাড়ী অবস্থান করছেন ।বাবাজী রান্না সহকারী হরিপদ ঠাকুর ঐ বাসাতে সদ্য লুচি ভাজার পর উত্তপ্ত ১০নং সাইজের বড় কড়াইয়ের গরম তেলকে জল ভেবে ভুলে হাত চুবায় । হাত পোড়ার জ্বালায় হরিপদ ঠাকুর মাগো মাগো বলে জোরে চিৎকার দেন। বাবাজী গ্রন্থ পাঠরত ছিলেন । তিনি তৎক্ষনাৎ হরিপদ ঠাকুরের কাছে যেয়ে হাতে ফু দিয়ে বলল, প্রভুর কৃপায় ঠিক হয়ে যাবে । সাথে সাথে ম্যাজিকের মত ভক্তের হতের জ্বালা কমে গেলো । নরম চামড়ায় ফোস্কও পড়লোনা এবং কোন প্রকার দাগও লাগল না ।

জয় নিতাই গৌর হরি বল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *