জয় নিতাই গৌর হরি বল । জয় নিতাই গৌর হরি বল । জয় নিতাই গৌর হরি বল । জয় নিতাই গৌর হরি বল । জয় নিতাই গৌর হরি বল । জয় নিতাই গৌর হরি বল । জয় নিতাই গৌর হরি বল ।
Categories
জীবন ও লীলা কাহিনী

শ্রী শ্রী অচুতানন্দ ব্রক্ষচারী’র (অনিল বাবাজীর) জীবন ও লীলা কাহিনী ( পর্ব -১৬)

বাবাজীর নির্দেশ মেনে অসুস্থ রোগীর সুস্থাতা লাভ

মির্জাকালু থানার ভূপতি সাহা বাবুর পিতা অসুস্থ ।বাংলাদেশে নানান চিকিৎসায় সুস্থ না হয়ে কোলকাতা যান চিকিৎসার জন্য ।কোলকাতার বড় বড় ডাক্তারের কাছে চিকিৎসা করেও রোগের হাত থেকে রেহাই পান নি । বিফল হয়ে বাংলাদেশে ফিরে আসেন অসুস্থাবস্থায় । দিন দিনই তার শরীরের অবস্থা ক্রমাবনতি হতে থাকে ।লোক মুখে শুনতে পান শম্ভুপুরের বাবাজী সাক্ষাৎ মহাপুরুষ , তার আর্শীবাদে যে কোন রোগী সুস্থতা লাভ করে । অতঃপর তিনি শম্ভুপুর যান এবং বাবাজীর পায়ে পরে কান্নাকাটি করেন ।ভক্ত বৎসল বাবাজী তাকে আর্শীবাদ করেন এবং নির্দেশ দেন আপনি প্রতিদিন মালা জপ ও গীতা পাঠ শুরু করেন ।এভাবে অল্পদিনেই সুস্থ হন এবং পরবর্তী জীবন বাবাজীর নির্দেশ পালন করে সুস্থ অবস্থায় কাটান ।

জয় নিতাই গৌর হরি বল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *