জয় নিতাই গৌর হরি বল । জয় নিতাই গৌর হরি বল । জয় নিতাই গৌর হরি বল । জয় নিতাই গৌর হরি বল । জয় নিতাই গৌর হরি বল । জয় নিতাই গৌর হরি বল । জয় নিতাই গৌর হরি বল ।
Categories
জীবন ও লীলা কাহিনী

শ্রী শ্রী অচুতানন্দ ব্রক্ষচারী’র (অনিল বাবাজীর) জীবন ও লীলা কাহিনী ( পর্ব -১৮)

বাবাজীর আর্শিবাদে মৃত্যু পথযাত্রীর সুস্থাতা লাভ

অনিল বৈদ্য নামে জনৈক ব্যাক্তি ভীষণ অসুস্থ । ভোলায় বিভিন্ন ডাক্তারের চিকিৎসায় ভাল না হয়ে বরিশাল যান চিকিৎসার জন্য ।রোগে শোকে তিনি শুকিয়ে যান ,শরীর রক্ত শূন্য , পায়খানা প্রসাবেও নানান সমস্যা । মরন ব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে বলে ডাক্তারের অভিমত । বরিশালের অভিঙ্গ ডাক্তারের চিকিৎসায় ব্যর্থ হয়ে ভোলাতে আসে ।রোগী আর কয়েক মাস বাচবে বলে ডাক্তার তার আত্মীয়-স্বজনকে জানায় । অবশেষে উক্ত রোগী একদিন বাবাজীর কাছে এসে কান্নাকাটি করেন সুস্থ হবার জন্য । ভক্তের কান্নায় বাবাজী তাকে সুস্থ হবার আশ্বাস দিয়ে আর্শীবাদ করেন, বলেন নিয়মিত ভোরে প্রতিদিন স্বরুপ আশ্রমে এসে কীর্ত্তন করতে এবং প্রসাদ গ্রহন করতে । অনিল বাবু বাবাজীর নির্দেশ পালন করেন এবং সুস্থ হয়ে সবার সাথে স্বাভাবিক জীবন যাপন করেন ।

জয় নিতাই গৌর হরি বল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *