জয় নিতাই গৌর হরি বল । জয় নিতাই গৌর হরি বল । জয় নিতাই গৌর হরি বল । জয় নিতাই গৌর হরি বল । জয় নিতাই গৌর হরি বল । জয় নিতাই গৌর হরি বল । জয় নিতাই গৌর হরি বল ।
Categories
জীবন ও লীলা কাহিনী

শ্রী শ্রী অচুতানন্দ ব্রক্ষচারী’র (অনিল বাবাজীর) জীবন ও লীলা কাহিনী ( পর্ব -১৯)

বাবাজীর আশীর্বাদ ম্যাজিকের মত ফলে গেল

জগদীশ বাবু তার পরিবারবর্গসহ বোরহানউদ্দিন থানা সদরে বাসা ভাড়া করে থাকতো । একদিন বাবাজী ঐ ভাড়া বাসায় আসেন । তিনি লক্ষ্য করলেন বাসায় ঠাকুরের দৈনন্দিন পূজা অর্চনার কোন আসন নেই । জগদীশ বাবু বললো ভাড়া বাসা, তাছাড়া নানান ধরলের মানুষ এখানে আসে ।তৎক্ষণাৎ বাবাজী বললো প্রভুর ইচ্ছায় এখানে বাড়ী হয়ে যাবে । বাবাজী সেদিনই চলে গেলো । অবাক করা কান্ড যে তারপর দিনই জগদীশ বাবুর বর্তমান যে বাড়ী সে জায়গার মালিক ভারত থেকে এসে তার জায়গা বিক্রি করার কথা জগদীশ বাবুকে জানান । কি অপার মহিমা, কয়েক দিনের মধ্যেই উক্ত জায়গায় জগদীশ বাবুর নিজস্ব বাড়ী হলো । বাবাজী শেষ দিন পর্যন্ত নিয়মিত ভাবেই বোরাহানউদ্দিন আসিলে উক্ত বাসাতে অবস্থান করতেন, ধর্মীয় অনুষ্ঠানাদিও করতেন ।

জয় নিতাই গৌর হরি বল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *